খুঁজে ধন পাই কী মতে
খুঁজে ধন পাই কী মতে?
পরের হাতে (ঘরের) কল কাঠি।।
শব্দের ঘরে নিঃশব্দের কুঁড়ে
সদায় তারা আছে জুড়ে
দিয়ে জীবের নজরে
ঘোর টাটি।।
আপন ঘরে পরের কারবার
আমি দেখলাম নারে (তার) বাড়ী ঘর
আমি বেহুশ মুটে
কার মোট খাটি।।
থাকতে রতন আপন ঘরে
একি বেহাদ আজ আমারে
লালন বলেরে মিছে
ঘর বাটি।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন