মনের কথা বলব কারে
মনের কথা বলব কারে আমি
মনের কথা বলব কারে
মন জানে আর জানে মরম
মজেছি মন দিয়ে যারে॥
মনের তিনটি বাসনা
নদীয়ায় করব সাধনা
নইলে মনের বিয়োগ যায় না
তাইতে ছিদাম বলি তোরে॥
কটিতে কৌপিন পরিব
করেতে করঙ্গ নিব
মনের মানুষ মনে রাখ
কর যোগাব মনুষ্যিরে॥
যে দায়ের দায়িক আমার মন
রসিক বিনে জানে কোনজন
গৌর হয়ে নন্দের নন্দন
লালন কয় তাই বিনয় করে॥
ছাপবার জন্য এখানে ক্লিক করুন