অপারের কাণ্ডার নবীজি আমার


অপারের কাণ্ডার নবীজি আমার
ভজন সাধন বৃথা নবী না চিনে।।
আউয়াল আখের, বাতেন জাহের,
কখন কোন রূপ ধারণ করেন কোন খানে।।

আসমান জমি, জলধি পবন,
যে নবীর নূরেতে সৃজন
কোথায় ছিল সে নবীজির আসন
নবী পুরুষ কি প্রকৃতি আকার তখনে।।

আল্লা নবী দুটি অবতার
গাছ-বীজ দেখিয়ে প্রচার,
সু-বুদ্ধিতে করহ বিচার
গাছ বড় কি ফলটি বড় লও জেনে।।

আত্মাতত্ত্বে ফাজেল যে জনা,
সেই জানে সাঁইজীর নিগূঢ় কারখানা
হলেন রাসূলরূপে প্রকাশ রব্বানা
লালন বলে দরবেশ সিরাজ সাঁইর গুণে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।