নবী না চিনলে পরে, সে কি খোদার ভেদ পায়


নবী না চিনলে পরে, সে কি খোদার ভেদ পায়।।
চিনিতে বলেছে খোদে সেই দয়াময়।।

সে নবী পারের কান্ডার, জেন্দা সে চার যুগের উপর,
হায়াতোল মোরছালি, সেই জন্য কয়।।

কোন নবী বান্দার হায়াত, কোন নবী হল ওফাত,
লেহাজ করে দেখলে শষ্কা তার যায়।।

যে নবী সঙ্গে তোর, চিনে তার দাওন ধর,
লালন বলে পারের কারো সাধ যদি হয়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।