নবী একি আইন করলেন জারী
নবী একি আইন করলেন জারী।।
পাছে মারা যায় আইন, তাই ভেবে মরি।।
শরিয়ত আর মারফত আদায় নবীর হুকুম এই দুই সদায়,
শরা শরিয়ত, নবুয়ত মারফত, জানতে হয় গভীরি।।
নবুয়ত অদেখা ধিয়ান, বেলায়েত রূপের নিশান,
নজর একদিক যায়, আরো দিক আঁধার হয়,
দুই রূপে কোন রূপ ঠিক করি।।
সরাকে ছরপোষ লেখা যায়,বস্তু মারফত ঢাকা আছে তায়,
ছরপোষ থুই তুলে কি দেই ফেলে, লালন ভাবে বস্তু ভিখারী।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন