স্বরূপে রূপ আছে গিল্টি করা


স্বরূপে রূপ আছে গিল্টি করা

রূপ সাধন করল স্বরূপ- নিষ্ঠ যারা॥

 

শতদল সহস্রদলে

রূপ-স্বরূপে ভাটা গেলে

ক্ষণেক রূপ রয় নিরালে

(ক্ষণে) নিরাকারা॥

 

রূপ বললে যদি হয় রূপ সাধনা

তবে কি আর ভয় ছিল মন

সে মহারাগের কারণ

(রূপে) স্বরূপ ধারা॥

 

ধরবি বলে স্বরূপমণি

থাকগা বসে ঘাটে ত্রিবেণী

লালন বলে সামাল ধনী

(বলি) সেই কিনারা॥

 

(ভাব-সঙ্গীত, দ্বিতীয় খ-য, পৃ,-১০৫, গান-৪০৫)

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।