আদি মক্কা এই মানব দেহে,দেখনারে মন ভরে
আদি মক্কা এই মানব দেহে, দেখনারে মন ভরে।।
দেশ বিদেশে ঘুরে ঘুরে মরছ কেন হাফায়ে।।
মানুষ মক্কা কুদরতী ময়,
হচ্ছে গায়বী আওয়াজ সাত তালা ভেধিয়ে,
সিংহ দরজায় একজন নূরী, নিদ্রা ত্যাগী হয়ে।।
কুদরতিময়, মানুষ মক্কা, গুরু পদে ডুবে ধাক্কা ধাক্কা সামলিয়ে,
চার পাশে চার নূরী এমাম, মধ্যে সাঁই বসিয়ে।।
তিল পরিমাণ যায়গার উপর, গড়েছে সাঁই আজব শহর,
মানুষের কদ দিলে, লাখ লাখ হাজী করছে হজ্ব,
সেই জাগা জমিয়ে।। করেছে সাই আজব ভাক্কা,
গড়েছে এই মানুষ মক্কা, কুদরতী নূর দিয়ে,
সিরাজ সাঁই কয় অবোধ লালন, ঘরে আদি এমাম মেয়ে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন