কে বোঝে সাঁইর আলেকবাজি


কে বোঝে সাঁইর আলেকবাজি।।
হচ্ছে রে কোরানের মানে
     যা আসে যার মনের বুঝ-ই।।

একই কোরান পড়াশুনা
কেউ মৌলভি কেউ মওলানা
দাহেরা হয় কত জানা
     সে কি মানে শরার কাজী।।

রোজ কিয়ামত বলে, সবায়
কেউ বলে না তারিখ নির্ণয়
হিসাব হবে কি হচ্ছে সদায়
     কোন কথায় মন করি রাজী।।

আর এক খবর শুনিতে পাই
এক গৌর মানুষের মউত নাই,
আ মরি কোন ভজন রে ভাই,
     লালন বলে কারে পুঁছি।।
....................................

তৃতীয় অন্তরা হিশাবে অনেকে এটা গেয়ে থাকেন। আদিতে ছিল কিনা নিশ্চয়তা নাই।

মলে জান ইল্লিন সিজ্জিন রয়
যতদিন রোজ হিসাব না হয়
কেউ বলে জান ফিরে জন্মায়
তবে ইল্লিন সিজ্জিন কোথায় আজি।।
কে বোঝে সাঁইর আলেক বাজী


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।