এক অজানা মানুষ ফিরছে দেশে তারে চিনতে হয়
এক অজানা মানুষ ফিরছে দেশে তারে চিনতে হয়।।
তারে চিনতে হয় তারেজানতে হয়।।
শরিয়াতের বেনা যত, জানেনা তা শরিয়তে,
জানা যাবে মারেফাত, যদি মনের বিকার যায়।।
মূল ছাড়া আজগৈবী এক ফুল, ফুটেছে ফুল ভব নদীর কূল,
চিরদিন এক রসিক বুলবুল, সেই ফুলেতে মধু খায়।।
কোরানেতে আছে খবর, আলেফে জের মিমে জবর,
লালন বলে হসনে ফাপা, মোরশেদ ভজলে জানা যায়।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন