আছে মায়ের ওতে জগৎ পিতা, ভেবে দেখনা
আছে মায়ের ওতে জগৎ পিতা, ভেবে দেখনা।।
হেলা করনা বেলা মেরনা।।
কোরানে সাঁই এসারা দেয়, আলেফ-যেমন লামে লুকায়,
আকারে সা-কার ঝাপা রয়, সামান্যে কি যায় জানা।।
নিষ্কামি নির্বিকার হয়ে, দাঁড়াও মায়ের স্মরণ লয়ে,
বর্তমানে দেখ চেয়ে, স্বরূপে রূপ নিশানা।।
কেমন পিতা কেমন মা সে,চিরকাল সাগরে ভাসে,
লালন বলে কর দিশে, আছে ঘরের মধ্যে ঘরখানা।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন