তারে চিনবে কি এই মানুষে
তারে চিনবে কি এই মানুষে।।
মেরে সাঁই ফিরে যে রূপে সে।।
গোলকে আটল হরি
ব্রজপুরে বংশীধারী,
নদীয়াতে অবতরী
বামনরূপে প্রকাশে।।
মায়ের শুরু পুতের শিষ্য
দেখে জীবের জ্ঞান নৈরাশ্য,
এবার কি তাহার মনের উদ্দেশ্য
ভেবে বোঝা যায় কিসে।।
আমি বলি নয় নিরাকার
সে ফেরে স্বরূপ আকার,
সিরাজ সাঁই কয় লালন তোমার
কৈ হলরে সে দিশে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন