কি শোভা করেছে সাঁই রংমহলে
কি শোভা করেছে সাঁই রংমহলে।।
অজান রূপে দিচ্ছে ঝলক, দেখে নয়ন যায়গো ভুলে।।
লাল জরদ, ছণি, মণি, বলব কি তার রূপ রাখানি,
দেখতে যেমন পরশমণি,দেখে নয়নযায়গো ভুলে।।
জলের মধ্যে কলের কোঠা,সপ্ত তালায় আয়না আটা,
তার ভিতরে রূপের ছটা, মেঘেতে বিজলী খেলে।।
অনুরাগ যার বাঁধা হৃদয়, তারই সে রূপ চোখে উদয়,
লালন বলে শমনের দায়, এড়াইবে অবহেলে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন