যার আপন খবর আপনার হয় না
যার আপন খবর আপনার হয় না।।
আপনার আপনি চিনতে পারলে পাবি সেই অচিনারে চিনা।।
আত্মা রূপে কর্তা হরি, সাধন করতে পারলে,
পাবিরে তার ঠিকানা,
ঘুরে বেড়াও দিল্লী শহর, কোলের ঘোর কেন যায়না।।
নিকট থাকতে দূরে তাকায়,
কেশের আড়ে পাহাড় লুকায় দেখনা,
বেদ বেদান্ত পড়বি যত পড়বেরে তোর লখান।।
অনন্ত নদীর সুধী, পান করিলে রয়না ভব ক্ষুধা
লালন মরল জল পিপাসে থাকতে মেঘনা।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন