ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে


ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।।
সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতে।।

পাতালে চোরের বহর
দেখায় আছমানে নহর,
তিন তারে হচ্ছে খবর
     শুভাশুভ যোগমতে।।

কেবা চোর কেবা সে না
কে করে ঠিক ঠিকানা,
হাওয়া তার লেনাদেনা
      হাওয়া মূলাধার তাতে।।

চোর ধরে রাখবি যদি
হৃদ গারদ কর গে খাটিঁ
লালন কয় খুঁটিনাটি
      থাকতে কি চোর দেয় ছুঁতে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।