কারে আর সুধাই কথা


কারে আর সুধাই কথা।।
কোন সাধনে পাব তারে,যে আমার জীবন দাতা।।

শুনতে পাই পাপী ধার্মিক সবে ইল্লিন ও সিজ্জিনে রবে,
সেথায় জান সব কয়েদ রবে,অটল প্রাপ্তির কোন ক্ষমতা।।

ইল্লিন সিজ্জিন সুখ দুঃখের ঠাঁই,
কোন খানে রেখেছেন গোসাই।।

হেথায় কেন সুখ দুঃখ পাই,কোথাকার ভোগ কোথা।।
যথাকার পাপ তথায় ভুগি,শিশু কেন হয় গো রোগী,
লালন বলে দেখি,কখন শিশুর গোনা খাতা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।