কে মুরিদ হয় কে মুরিদ করে
কে মুরিদ হয় কে মুরিদ করে।।
শুনলে জ্ঞান হয় তাইতে সুধাই, যে জান সে বল মোরে।।
হাওয়া রুহু লতিফারা, হুজুরের কারবারি,
বে মুরিদ হলে এরা, হুজুরে কি থাকতে পারে।।
মুরশিদ বালকা এই দুই জনে, কোন মোকামে বশত করে,
জানলে মনের যেত আধার, দেখতাম কুদরত আপন ঘরে।।
নূতন সৃষ্টি হলে পরে, মুরশিদ লাগে শিক্ষার তরে,
তাই বলছে লালন, সব পুরাতন নতুন সৃষ্টি হচ্ছে কেরে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন