আছে দিন দুনিয়ায় অচিন মানুষ একজন


আছে দিন দুনিয়ায় অচিন মানুষ একজনা ।।
কাজের বেলা পরশমণি, অসময়ে চিন না।।

একদিন সাঁই নৈরাকারে
ভাসলেন একা একেশ্বরে,
অচিন মানুষ পেয়ে তারে,
দোসর করলেন তৎক্ষণা।।

আলী নবী এই দুইজনা
কলমা দাতা কুল আরফিনা,
বেতালিম বে মুরিদ সে-না,
পীরের পীর হয় জান না।।

কেউ তারে জেনেছে দড়,
খোদায় ছোট নবীর বড়,
লালন বলে নড় চড়,
সে বিনে কেউ কুল পাবেনা।।




 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।