আপনার আপনিরে মননা জান ঠিকানা
আপনার আপনিরে মননা জান ঠিকানা।।
পরের অন্তর কোটি সমুদ্দুর, কিসে যায়রে জানা।।
কেশের আড়েতে যৈছে, পাহাড় লুকায়ে আছে, দরশন হলনা,
হেট নয়ন যার নিকটে তার সিদ্ধি হয় কামনা।।
আত্মা ও পরম ঈশ্বর, গুর রূপে অটল বিহার,
দ্বিদল বারামখানা, শতদল সহস্র দলে, সাঁইর অনন্ত করুণা।।
সিরাজ সাঁই-এরহকের বচন, গুরুপদে ডুবে লালন,
আত্মার ভেদ জানারে না,
জীবআত্মা পরম আত্মা, ভিন্ন ভেদ জেননা।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন