পাখী কখন জানি উড়ে যায়


পাখী কখন জানি উড়ে যায়।।
একটা বদ হাওয়া লেগে খাঁচায়।।

খাঁচার আড়া পড়বে খসে,
আর পাখী দাঁড়াবে কিসে
ঐ ভাবনা ভাবছি বসে
     চমকজ্বরা বইছে গায়।।

কারবা খাঁচা কেবা পাখী
কার জন্য মোর ঝুরে আখিঁ
আমার এই খাচায় থাকি
     আমারে মজাতে চায়।।

আগে যদি যেতে জানা
জংলা কভু পোষ মানেনা
তবে উহার প্রেম করতাম না
     লালন ফকির কেঁদে কয়।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।