ভজনের নিগূঢ় কথা যাতে আছে


ভজনের নিগূঢ় কথা যাতে আছে
ব্রহ্মার [১] বেদ ছাড়া ভেদ বিধান সে-যে।।

চার বেদে দিক নিরূপণ
অষ্ট বেদে  বস্তুর কারণ
রসিক হলে জানে সেজন 
      আর ঠাঁই মিছে।। 

অপরূপ সেই বেদ দেখি
পাঠক তার অষ্ট সখি
ষড়ত্ত্ত্ব অনুরাগী 
      সে জেনেছে।।

মুক্তিরাগ [২] নাস্তি কর
ভক্তি পদ শিরে ধর
শক্তি সার তন্ত্র পড়
      ঘোর যায় ঘুচে।।

সাঁইর ভজন হেতু শূন্য
ঐ বেদে করি গণ্য
লালন কয় ধন্য ধন্য
      যে তা খোঁজে।।

[১][২]  পাণ্ডুলিপিতে এই শব্দগুলো অস্পষ্ট

শুদ্ধ পাঠ নির্ণয়: ৪ এপ্রিল ২০১৮

(শাহ, ২০০৯, পৃষ্ঠা ৪৬)


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।