যে পথে সাঁই চলে ফেরে
যে পথে সাঁই চলে ফেরে।।
তার খবর কে করে।।
সে পথে সদায়, বিষয় কাল নাগিনীর ভয়
যদি কেউ আজগৈবী যায়, অমনি উঠে ছোঁ মারে,
পলকভরে বিষ ধেয়ে তার,ওঠে ব্রহ্ম অন্দরে।।
যে জানে উল্টা মন্ত্র, খাটিয়ে সেহিতন্ত্র, গুরুরূপে করে জোর;
বিষ ধরে সাধন করে, তার করণ রিতী সাঁই দরদী, দরশন দিবে তারে।
সেহি যে অধর ধরা, যদি কেহ চাহে তারা,
চৈতন্য শুনিন যারা, গুণ শিখে তাকে ধরে,
সামান্যে কি পারবে যেতে, সেই কো-কাপের ভিতরে।।
ভয় পেয়ে জন্মাবধি, সে পথে, না যায় যদি,
হবেনা সাধন সিদ্ধি, তাও শুনে মন ঝোরে,
লালন বলে যা করে সাঁই, থাকতে হয় সেই পথ ধরে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন