না জেনে ঘরের খবর তাকাই আসমানে
না জেনে ঘরের খবর তাকাই আসমানেট
চাঁদ রয়েছে চাঁদে ঘরে ঘরের ঈশান কোণে।।
প্রথমে চাঁদ উদয় দক্ষিণে
কৃষ্ণ পক্ষে অধো হয় বামে
আবার দেখি শুল্কপক্ষে
কিরূপে যায় দক্ষিণে।।
খুঁজলে আপন ঘরখানা
পাইবে সকল ঠিকানা
বার মাসে চব্বিশ পক্ষ
অধর ধরা তার সনে।।
স্বর্গচন্দ্র মণিচন্দ্র হয়
তাহাতে বিভিন্ন কিছু নয়
এ চাঁদ ধরলে সে চাঁদ মিলে
লালন কয় তাই নির্জনে।।
শুদ্ধপাঠ নির্ণয়: ৪ এপ্রিল ২০১৮
(শাহ, ২০০৯, পৃষ্ঠা. ৪৮)
ছাপবার জন্য এখানে ক্লিক করুন