দেখনারে মন দিব্য নজরে
দেখনারে মন দিব্য নজরে।।
চার চাঁদ দিচ্ছে ঝলক মণি কোঠার ঘরে।।
হলে সেই চাঁদের সাধন, অধর চাঁদ পায় দরশন,
চাঁদেতে চাদেঁর আসন, রেখেছে ফিকিরে।।
চাঁদে চাঁদ ঢাকা দেওয়া, চাঁদে দেয় চাঁদে খেওয়া,
জমিনেতে ফলছে মেওয়া, চাঁদের সুধা ঝরে।।
নয়ন চাঁদ প্রসন্ন যার, সকল চাঁদ হয়গো নেহার,
লালন বলে বিপদ আমার, গুরু চাঁদ ভুলে রে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন