যেখানে সাইর বারামখানা


যেখানে সাইর বারামখানা।।
শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেন ভুজঙ্গন।।

যা ছুঁইলে প্রাণে মরি, এ জগতে তাইতে তরি,
বুঝে-ত বুঝতে নারি, কি করি তার নাই ঠিকানা।।

আত্মতত্ত্ব যে জেনেছে, দিব্যজ্ঞানী সেই হয়েছে,
কুবৃক্ষে সুফল পেয়েছে, আমার মনের ঘোর গেলনা।।

যে ধনে উৱপত্তি প্রাণধন,সে ধনের হলনা যতন,
অকাজের ফল পাবা লালন,দেখে শুনে জ্ঞান হলনা।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।