হক নাম বল মন পাখী
হক নাম বল মন পাখী।।
ভবে কেউ কারো নয়রে দুঃখের দুখী।।
ভুলনারে ভবে ভ্রান্ত কাজে,
অদেখারে সব কাণ্ড মিছে মনরে আসতে একা যেতে একা,
এ ভব বিপরীতের ফল আছে কি।।
হাওয়া বন্ধ হলে সুপদ কিছুই নাই,
বাড়ীর বাহির করেন সবায়, মনরে কেবা আপন পরকে তখন,
দেখে শুনে খেদে ঝরছে আঁখি।।
গোরের কিনারে যখন লয়ে যায়, কেঁদে সবে জীবন ছাড়তে চায়,
লালন বলে কারো কেউ যায়না, থাকতে হয় একাকী।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন