আকার কি নিরাকার সাঁই রাব্বানা
আকার কি নিরাকার সাঁই রাব্বানা।।
আহাদ আর আহাম্মদের বিচার হলে যায় জানা।।
আহাদ নামেতে দেখি, মিম হরফ লেখে নফি,
মিম গেলে আহাদ বাকি, আহাম্মদ নাম থাকে না।।
খুদিতে বান্দার দেহে, খোদা সে লুকাইয়ে;
আহাদে মিম বসায়ে, আহাম্মদ হল সেনা।।
এই পদের অর্থ বুঝে, কর জ্ঞান বসবে ধড়ে,
কেউ বলবে লালন ভেড়ে, ফাকড়াম সেই বোঝেনা।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন