আলেফ আর লাম মিমেতে


আলেফ আর লাম মিমেতে।।
কোরান তামাম শোধ লিখিতে।।

আলেফ আল্লাজী, মিম মানে নবী, লামের হয় দুই মানে,
আর এক মানে সরায় প্রচার, আর মানে মারেফাতে।।

তার দরমিয়ানে লাম, আছে ডানে বাম, আলেফ মিম দুজনা,
যেমন গাছ বিজ অস্কুর, এমত ঘোর,না পারি বুঝিতে।।

ইশারা লিখন কোরানেরই মানে, হিসাব কর দেহেতে,
তবে পাবি লালন সব, অন্বেষণে ঘুরিস না ঘুরে পথে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।