হায় কি কলেন ঘরখানি ভেঁধে


হায় কি করে ঘরখানি বেঁধে, বিরাজ করেন সাঁই আমার।।
দেখবি যদি সে কুদরতি দেলদরিয়ার খবর কর।।

জলের জোড়া সকল সেই ঘরে
খুটির গোড়া শূন্যের উপর,
শূন্য ভরে সন্ধি করে
     চার যুগে আছেন অধর।।

তিল পরিমাণ যায়গা বোঝা যায়
শত মত কুঠরী কোঠা তায়,
নীচে উপর নয়টি দুয়ার
     নয় ভাবে সাঁই দিচ্ছে বার।।

ঘরের মালেক আছে বর্তমান একজন,
তারে দেখলি নারে দেখবি আর কখন,
সিরাজ সাই কয় লালন তোমার
     বলব কি সাঁইয়ের কীর্তি আর ।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।