আপন আপন খবর নাই
আপন আপন খবর নাই।।
গগণের চাঁদ ধরব বলে মনে করি তাই।।
যে গঠেছে প্রেম তরী, সেই হয়েছে চড়নদারি,
কোলের ঘোরে চিনতে নারি, মিছে গোল বাধাই।।
আঠার মোকাম জানা, মহারসের বারাম খানা,
সে রসের ভিতরে সেনা, আলো করে সাঁই।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন
আপন আপন খবর নাই।।
গগণের চাঁদ ধরব বলে মনে করি তাই।।
যে গঠেছে প্রেম তরী, সেই হয়েছে চড়নদারি,
কোলের ঘোরে চিনতে নারি, মিছে গোল বাধাই।।
আঠার মোকাম জানা, মহারসের বারাম খানা,
সে রসের ভিতরে সেনা, আলো করে সাঁই।।