মন বিবাগী বাগ মানেনারে


মন বিবাগী বাগ মানেনারে।।
যাতে অপমৃত্যু হবে সদায় করে।।

কিসে হবে আমার ভজন সাধন, মন হলনা মনের মতন,
দেখে শিমুর পুল, সদায় ব্যাকুল,
মনকে বুজাইতে নারি জনম ভরে।।

মনের গুণে কেহ মহাজন হয়,
ঠাকুর হয়ে কেহ নিত্যপূজা খায়, আমার এই মনেত,
আমায় করল হত, দুকূল হারালাম মনে ফেলে।।

মন কি মনাই তারে হাতে পালাম না কিরূপ তার করি সাধনা,
লালন বলে আমি হলাম পাতাল গামী,
কি করিতে এসে গেলাম কি করে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।