চিনি হওয়া মজা কি খাওয়া মজা,দেখ দেখিমন কোনটা মজা
চিনি হওয়া মজা কি খাওয়া মজা,দেখ দেখিমন কোনটা মজা।
সালোক্য সামিপ্য সা সাষ্ট রূপ্য মুক্তি আদি এসব মুক্তি পায়
তারাও হয়ে রয় জমের প্রজা।।
নির্বান মুক্তি সেধে যেত,জানা যায় সে চিনির মত,
মুক্তি হওয়া চিনি,কি খাওয়া চিনি,
কিবারে তাতে যায়,দুখ সুখ বোঝা।।
সমঝে ভবে কর সাধন,যাতে মিলে গুরুর চরণ,
অটল ধ্বজা,সিরাজ সাঁই কয় কারণ,
শোনরে অবোধ লালন ছাড় জল সেচা।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন