খাকি আদমের ভেদ পশু কি বোঝে
খাকি আদমের ভেদ পশু কি বোঝে।।
আদমের কালেবে খোদা,খোদে বিরাজে।।
আদম শরীরে আমার ভাসয় বলিছে অধর সাঁই নিজে,
নৈলে কি আদমকে ছেজদা ফেরেস্তায় সাজে।।
শুনি আজাজীল খাসতন,খাকে আদম তন গঠন,
গঠেছে সেই আজাজীল,খবিছ আদম তন না ভজে।।
আব আতষ খাক বাদে,ঘর,গঠল জান মালেক মোক্তার,
কোন চিজে,লালন বলে এ ভেদ সব জানে যে সে?
ছাপবার জন্য এখানে ক্লিক করুন