কে বুঝিতে পারে তাহার কুদরতি


কে বুঝিতে পারে তাহার কুদরতি।।
  আপনি ঘুমায় আপনি জাগে,আপনি লোটে সম্পত্তি।।

গগনের চাঁদ গগনে রয় ঘটে পটে হয় জ্যোতির্ময়,
   তেমনি খোদা খোদ রূপের রয়,অনন্তরূপ আকৃতি।।

নিরাকার সে বেট,খোদা অনেকে তাই ভাবে সদা,
    আহম্মদ কদে কেবা করিল সৃষ্টির স্থিতি।।

আদম কালেব মাঝে,অহোনিশি কে বিরাজে
    লালন বলে তাই না বুঝে,আজাজীলের দুর্গতি।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।