কোথায় হে দয়াল কাণ্ডারী


কোথায় হে দয়াল কাণ্ডারী
   এ ভবতরঙ্গে আমার,কিনারায় লাগাও তরী।।

তুমি হও করুণাসিন্ধু,অধম জনার বন্ধু,
    দাও হে আমায় পদারবিন্দ, যা’তে তুফান তরীতে পারি।।

পাপী যাদি না তরাবে,অধম তারণ নাম কে লবে,
   জীবের দ্বারা ইহাই হবে, নামের ভেরম ভেরম যাবে তোমাই।।

ডুবাও ভাসাও হাতটি তোমার,এ ভবে আর কেউ নাই আমার,
    লালন বলে দোহাই তোমার,চরণে ঠাঁই দাও তরি।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।