ভাবের উদয় যে দিন হবে


ভাবের উদয় যে দিন হবে
   এসে হৃদকলে রূপ ঝলক দিবে।।

ভাব শূন্য হইলে হৃদয়, বেদ পড়িলে কি ফল হয়,
    ভাবের ভাবি থাকলে সদায়; গুপ্ত ব্যক্ত ভাব সব জানা যাবে।।

শতদল সহস্রদল,একরূপে করছে আলো;
  সে রূপে যে নয়ন দিল,মহা কাল শমন তার কি করিবে।।

অদৃষ্ট ভাবনা করা,আঁধার ঘরে সর্প ধরা,
   লালন বলে রসিক যারা,ভাবের বাতি জ্বেলে নিত্যধামে যাবে।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।