এ বড় আজব কুদরতি
![](https://chintaa.com/poetry/kobidefault.png)
এ বড় আজব কুদরতি
আঠার মোকামের মধ্যে
জ্বলছে একটা রূপের বাতি।।
কিবা রে কুদরতি খেলা
জলের মধ্যে অগ্নি জ্বালা
খবর জানতে হয় নিরালা
নীরে ক্ষীরে আছে জ্যোতি।।
চুনি মনি লাল জহরে
সে বাতি রেখেছে ঘিরে,
তিন সময় তিন যোগ সে ঘরে,
যে জানে সে মহারথী।।
থাকতে বাতি উজালাময়
দেখতে যার বাসনা হৃদয়
লালন কয়, কখন কোন সময়
অন্ধকার হবে বসতি।।
............।
ভিন্নপাঠ
চুনি মণি লাল জহরা
সেই বাতি রয়েছে ঘেরা
তিন সময় তিন যোগ ধরা
যে জানে সে মহারতি।।
বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৪২-৩২;
হারামনি, ১ম খণ্ড, পৃ. ৪০-৪১
ছনি মণি লাল জহরে
সেই বাতি রেখেছে ঘিরে
তিন সময় তিন যোগে ধরে
যে জানে সেই মহারথী।।
লালন-গীতিকা, পৃ. ৮৫
ছাপবার জন্য এখানে ক্লিক করুন