না দেখলে লেহাজ করে,মুখে পড়লে কি হয়
না দেখলে লেহাজ করে,মুখে পড়লে কি হয়
মনের ঘোরে কেশের আছে পাহাড় লুকায়।।
আহাদ নামেতে দেখি,মিম হরফটি করে নফি,
মিম গেলে সে কি হয় দেখ,পড়ুয়া সবায়।।
আহাদ আর আহাম্মদে,একা এক সে মর্ম যে পায়,
আকার ছেড়ে নিরাকারে ছেজদা কি দেয়।।
জানাতে ভজনা কথা, তাইতে অলিরূপ হয় খোদা,
লালন গেল ঘোলায় পড়ে,দাহারিয়ারই ন্যায়।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন