হীরালাল মতির দোকানে গেলেনা
হীরালাল মতির দোকানে গেলেনা
সদায় কিনলিরে পিতল দানা।।
চটকে ভুলেরে যন,হারালি অমূল্য ধন,
এবার হেরে বাজী কাঁদলে তখন,আর সরেনা।।
শেষের কাথা আগে ভাবে,উচিত বটে তাই জানিবে,
গত কর্মে বিধি কিরে,মন রসনা।।
ব্যাপারের লাভ করলি ভাল,সে গুণপনা জানা গেল,
অধীন লালন বলে মিছে হল,আনা যানা।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন