পুলসিরাতের কথা কিছু ভাবিও মনে


পুলসিরাতের কথা কিছু ভাবিও মনে
পার হতে অবশ্যই একদিন হবে সেখানে।।

সে পথ ত্রিভঙ্গ বাঁকা
তাতে হীরা ধার চোখা,
ঈমান আমান হলে পাকা
     তরবি সেই দিনে।।

বলব কি সেই পারের দুষ্কর
চক্ষু হবে ঘোর অন্ধকার,
কেউ দেখবেনা কারো আকার
     কে যাবে কেমন।।

ফাতেমা নবীর করণ
তাঁর দাওন ভরসা তখন,
এখন মেয়ের দোষ দাও লালন
     দেখলে সামনে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।