পাগল দেওয়ানের কি ধন দিয়া পাই
পাগল দেওয়ানের কি ধন দিয়া পাই,
আছে কি ধন আমার,সদায় মনে ভাবি তাই।।
দেহ মন ধন দিতে হয়,সেও ধন তাঁরই আমার ত নয়,
আমি মুটে মোট চালাই,ভেবে দেখি।।
আমি বণিক তাও আমার হিসাব নাই,
নাগলা বেটার পাগলা খিজি,নয় সামান্য ধনে রাজি।।
কোন ভাবে কোন ভাব মিশাই,পাগলার ভাব না জেনে,
যদি যাই সামনে, পাগল হয় কি সঙ্গে মাখলে ছাঁই।।
পাগল ভেবে পাগল হলাম,সেই পাগল কৈ সরল হলাম,
আপন পরত ভুলে নাই, অধীন লালন বলে,
আপনার আপনি ভুলে, ঘটে প্রেম পাগলের এমনি বাই।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন