কারে সুধার রে মর্ম কথা,কে বলবে আমার,


কারে সুধার রে মর্ম কথা,কে বলবে আমার,
  আকার কি নিরাকার,সেই দয়াময়।।

যখন সাঁই নিরাকারে ভেসেছিলে ডিম্ব ভরে,
  কি রূপ ছিল তার মাঝারে,শেষে কিরূপ হয়।।

সেতার রূপ ছিল যখন,গহনা রূপ পাক পাঞ্জাতন,
  আকার নিরাকার তখন,কি রূপ গণ্য হয়।।

জগতপতি হবে বাহানে বরকতকে মা বনলে কেনে,
  তার পতি কি নয় সে জনে,লালন ভাবে তাই।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।