চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
চাঁদ বলে চাঁদ কাঁদে কেনে
আমার গৌর চাঁদে চাঁদ ঘেরা সেই আবরণে।।
গৌর চাঁদে শ্যাম চাঁদেরই আভা,
কোটি চন্দ্র জিনি তার শোভা।।
রূপে মণির মন হরে আকর্ষণ করে,ক্ষুধা শান্ত হয় প্রেম বরিষণে
গোলকেরই চাঁদ,নদীয়ার চাঁদ সেই পূর্ণ চাঁদ।।
আর কি আছে চাঁদ,বিনা গৌর চাঁদ,
আমার সেই ভাবনা সদায় মনে।।
গৌর চাঁদে ফাঁদ পরিয়াছি গলে,
আবার শুনি আছে পরম চাঁদ বলে।।
থাক সে চাঁদের গুণ,কয় ফকির লালন,
আমার নাই উপায় চাঁদ গ্যর বিনে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন