ধন্য মায়ের নিমাই ছেলে


ধন্য মায়ের নিমাই ছেলে

এমন বয়সে নিমাই

ঘর ছেড়ে ফকিরী নিলে॥

 

ধন্য যে ভারতী যিনি

সোনার অঙ্গে দেয় কৌপিনী

শিখাইল হরি ধ্বনি

করেতে করঙ্গ দিলে॥

 

ধন্য পিতা বলি তারে

ঠাকুর জগন্নাথ মিশ্রে

যার ঘরে গৌরাঙ্গ হারে

মানুষ রুপে জন্মইলে॥

 

ধন্য রে নদীয়া বাসী

হেরিল গৌরাঙ্গ শশী

যে বলে জীব সেই সন্ন্যাসী

লালন কয় সে প’ল ফেরে॥

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।