জাননারে মন,বাজী হারলে তখন


জাননারে মন,বাজী হারলে তখন
  লজ্জায় মরণ, শেষে-রে আর কাঁদিলে কি হয়।।

খেলা খেল মন খেলারু,ভাবিয়া শ্রীগুরু,
  আবোপথে যেন মারা নাহি যায়।।

এ দেশেতে যত জুয়াচোরের খেলা,
  টোটকা দিয়ে ফটকায় ফেলেরে মন ভোলা,

তাই বলি তোমারই,খেলা খেল হুসিয়ারী,
  নয়নে নয়নে বাঁধিয়ে সদায়।।

চোরের সঙ্গে মন খাটেনা ধর্ম দাঁড়া,
  হাতের অস্ত্র কভু কোরোনা হাত ছাড়া,

অনুরাগের অস্ত্র ধরে,দুষ্ট দমন করে,
  স্বদেশে গমন কররে ত্ববায়।।

চুয়ানী বাঁধিয়ে খেলে সেবা জনা,সাধ্য কি তার অঙ্গে দেয়রে হানা,
লালন বলে আমি,তিন তের না জানি,
  বাজী সেরে যাওয়া,ভার হলো আমার।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।