সে ধন কি পড়লে মিলে  


সে ধন কি পড়লে মেলে?
হরি ভক্তের অধীন কালে কালে।।

ভক্ত বড় পণ্ডিত নয়
প্রমাণ তার প্রহলাদকে কয়,
যারে আপনি কৃষ্ণ গোঁসাই
     অগ্নিকুণ্ডে বাঁচাইলে।।

বনের একটা পশু বৈ নয়,
ভক্ত হনুমান তারে কয়,
কৃষ্ণরূপ সে রামরূপ ধরায়
     কেবল শুধু ভক্তির বলে।।

অভক্তে সে দেয়না দেখা
কেবল শুধু ভক্তের সখা,
লালন ভেড়োর স্বভাব বাঁকা
     অধর চাঁদকে রইল ভুলে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।