গুরুর দয়া যারে হয় সেই জানে,
গুরুর দয়া যারে হয় সেই জানে,
যে রূপে সঁই খেলছে খেলা, এই দেহ ভুবনে।।
শহরে সহস্র পাড়া,তিন গলি তার এক মহড়া,
আলেফ সওয়ার পবন ঘোড়া,ফিরতেছে সেইখানে।।
জলের বিম্ব আলের উপর,অখন্ড প্রলয় মাঝার,
বিন্দুতে হয় সিন্ধু আকার,বয় ধারা ত্রিগুণে।।
হাতের কাছে আলেক শহর,বিরন্দের এর খেলছে নহর,
সিরাজ সাঁই কয় লালন রে তোর,সদায় ঘোর মন।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন