আছে যার মনের মানুষ মনে তোলা
আছে যার মনের মানুষ মনে তোলা
অতি নির্জনে বসে দেখছে খেলা।।
কাছে রয় ডাকে তারে,কেন উচ্চেঃস্বরে কোন পাগলা,
যে যা বোঝে,তাই সে বুঝে থাকরে ভোলা।।
যথা যার ব্যথা সে হাত সেই খানে হতে ডলা মলা,
তেমনি জান মনের মানুষ,মনে তোলা।।
দেখে সে রূপ করিয়া চুপ,থাক নিরালা,
লালন ভেড়োর লোক জানান,মুখে হরি হরি বলা।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন