আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা


(তোরা) আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা
মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা॥

গোরা শাল ছেড়ে কৌপিন পরেছে
আপনি মেতে জগৎ মাতিয়েছে
হায় কী লীলা কলিকালে
     বেদ বিধি চমৎকারা॥

গোরা- হাঁসে কাঁদে ভাবের অন্ত নাই
সদা দীনদরদী বুলি ছাড়ে হায়
ওসে জিজ্ঞাসিলে কয় না কথা
     হয়েছে কি ধনহারা॥

সত্য ত্রেতা দ্বাপর কলি হয়
গোরা তার মাঝে এক দিব্যযুগ দেখায়
লালন বলে সে ভাব জানে
     সেই ভাবের ভাবুক যারা॥

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।