মনের ভাব বুঝে নবী মর্ম খুলেছে


মনের ভাব বুঝে নবী মর্ম খুলেছে
  কেউ ঢাকা দিল্লি হাতড়ে ফেরে,কেউ দেখে কাছে।।

ছফিনায় সরার কথা,জানইলে যা তথা,
  ছিনায় ছিনায় ভেত পুসিদায়,বলিয়া গিয়াছে।।

ছিনা আর ছফিনার মানি,ফাঁকা ফাঁকি দিন রজনী,
  কেউ,দেখে মত্ত কেউ,আকাশ ধেয়েছে।।

নবুয়তে নিরাকার ধরি,বেলায়েতে বরজখ ধিয়ায়,
  লালন পল পূর্ণ ধোকায়,এ ভব মাঝে।।

 


ছাপবার জন্য এখানে ক্লিক করুন

৫০০০ বর্ণের অধিক মন্তব্যে ব্যবহার করবেন না।