রোজ কেয়ামত হচ্ছে ভবে বোঝ সবে
রোজ কেয়ামত হচ্ছে ভবে বোঝ সবে
খোদা মানুষ দ্বারা সকল করায়,নয়ন কুললে দেখতে পাবে।।
খোদা দলিলে ছেফাত,হিসাব করবে,রোজ যে যমন করিবে,
দিনে দিনে বিচার হচ্ছে,যত দিন সংসার থাকিবে।।
খোদার সংসার যত রয়েছে,বাদশার তাবেদারী লিখে,
আইন করছে আইন বিচার,হচ্ছে আইন যে ভাবে।।
বিচার বেলায়েত জেলখানাতে,হচ্ছে বিচার গাঁয়ে বাড়ীতে,
লালন কহিছে আদি নেকী বদি,সব এইখানেই ফ’লে যাবে।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন